পঞ্চগড়ে জেলা পুলিশ পরিচালিত ইংরেজি মাধ্যমের স্কুল শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ থেকে বাংলা মদের বোতল ও ইনজেকশন বিক্রি করার সময় একজনকে আটক করা হয়েছে। মামলার অপর বাকি আরো দুজন পলাতক রয়েছে।
আটককৃত ওই ব্যক্তির নাম জাহিদুল ইসলাম। সে মৃত আবেদ আলীর ছেলে। তার বাড়ি পৌর এলাকার পৌর খালপাড়ায়। অপর দিকে শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের নৈশ প্রহরী ও তার সহযোগী এখনো পলাতক রয়েছে।
বাংলা মদ ও নেশার ইনজেকশন বিক্রি করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সেনাবাহিনীর সদস্যরা ও পুলিশ অভিযান চালায়। এসময় তার কাছ থেকে ২২ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন জনের নামে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।