ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক জিএস সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে পৌরসভার সামনে থেকে মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি জেলা বিএনপির আয়োজনে সরকারি কলেজ মাঠে বিজয় র্যালিতে যোগ দেয়। সেখান থেকে বের হয়ে পাওয়ার হাউজ রোড, কালিবাড়ি মোড়, টি.এ. রোড, কান্দিপাড়া মোড়, কুমারশীল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ ট্যাংকের পাড় মাঠে এসে শেষ হয়।
শেষে লোকনাথ ট্যাংকের পাড় মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির কেফায়েতুল্লাহ দিদার, সাদ্দাম হোসেন, রফিক, নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইকরাম খান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই মেম্বার, সদর উপজেলা যুবদলের মইনুল, ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, মোশারফ হোসেন, শামীমসহ ৮নং নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।