মেহেরপুরের মুজিবনগর মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে আয়ুব আলী (৬০) নামের এক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ। আয়ুব আলীর বাড়ি বল্লভপুর। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ ও তার পরিবার।
জানা গেছে, আয়ুব আলী বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খবর নিয়েও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। বৃহস্পতিবার দুপুরে কেদারগঞ্জ-রামনগর মাঠে কর্মরত লোকজন একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহের সন্ধান পেয়ে পরিবারের লোকজনকে জানায়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃতদেহের কিছু অংশ শেয়ালে খেয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, আয়ুব আলী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার থেকে জানা গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড নয় বলে মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের প্রয়োজন। মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।