ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িযা পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে করে।
এসময বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া গণ অধিকার পরিষদের সবাপতি আশরাফুল হাসান তপু, সিনিযর সহ সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সহ সভাপতি লিটন হোসেইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিজবুল্লা হেলালি, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ জয় ও শাহ আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ জানান। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে সকল কার্যক্রম বন্ধ করার দাবি জানান এবং দলের সভাপতি জি এম কাদেরকে গ্রেফতারের দাবিও তুলেন।