রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় নিহত ২জন, আহত তিন

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩ Time View
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় নিহত ২জন, আহত তিন
পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় নিহত ২জন, আহত তিন

পঞ্চগড়ের সদর উপজেলায় ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর নেতাসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার ২৯ আগষ্ট রাতের দিকে পঞ্চগড়ের সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় মৈত্রী চা কারখানার সামনে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বালিয়াডাঙ্গী এলাকার বাসিন্দা ও জামায়াতে ইসলামীর অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অমরখানা ইউনিয়নের সভাপতি আহমদ আলী (৫৫) ও পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭)।

আহতরা হলেন, সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল গোয়ালপাড়া এলাকার নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০), অমরখানা ইউনিয়নের চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫) ও ইউনিয়নের কাজীরহাট এলাকার দবিরুল ইসলামের মেয়ে প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জামায়াত নেতা আহমদ আলীসহ ইজিবাইকে চড়ে পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন ৪ জন যাত্রী। পথিমধ্যে তারা পঞ্চগড় সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে পঞ্চগড়মুখী ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দেয়। গুরুতর আহত হন ইজিবাইকের চালক সহ ৫ জন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহমদ আলী ও ইয়াসিন আলীকে মৃত ঘোষণা করেন। তবে গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া আহত সাদেকুল ও প্রিয়াকে হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামসুল আরেফিন সুজন বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে পাঁচজনকে নিয়ে আসা হয়। দুইজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এছাড়া আহত তিনজনের দুইজন হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা নিহতদের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। দূর্ঘটনার পরে সড়ক অবরোধ ছিল। বর্তমানে সচল করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করে থানায় নেয়া হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin