
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নাসিররগর সরকারী কলেজের সামনে থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। র্যালীতে নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম.এ হান্নান।
মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি এম.এ হান্নান বলেন, আমরা গণতন্ত্র ফিরে পেতে চাই, ভোটের অধিকার ফিরে পেতে চাই। আমরা এই অন্তবর্তী সরকারের কাছে বলতে চাই আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তার মধ্যেই নির্বাচন দিতে হবে এবং আমাদের অবাদ সুষ্টু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে দিতে হবে। আমরা কোনো পিআর টিআর চাই না আমরা চাই গনন্ত্রাতিক পদ্ধতিতে জনগণ ভোট দিবে। যাকে খুশি তাকে ভোট দিবো। আমরা গন্ত্রতান্ত্রিক নির্বাচন চাই।