বাংলাদেশ জামায়তে ইসলামী মির্জাপুর উপজেলা শাখার পক্ষ থেকে পক্ষ থেকে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় কুরিপারা, গয়রাবেতিল, গাজেশ্বরী, বরদাম সহ আরও কয়েকটি পুজা মণ্ডপ পরিদর্শন করা হয়।
এ সময় জামায়াত নেতাদের সাথে সনাতন ধর্মাবলম্বী নেতাদের ও মণ্ডপের দায়িত্যরতদের সাথে মতবিনিময় হয় ও তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার।
মির্জাপুর উপজেলা আমীর অধ্যাপক ইয়াহ ইয়া খান মারুফ, উপজেলা সেক্রেটারি আবুল কাসেম মৃধা সহ আজগানা, বাশতৈল, তরফপুরের নেতৃবৃন্দ।
অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার সনাতন ধর্মাবলম্বীদের সকল প্রকার নিরাপত্তা ও সার্বিক সুবিধা প্রধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং টার পক্ষ থেকে যে কোন সহযোগিতার আশ্বাস দেন।