ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশকে নিয়ে কটূক্তি এবং জেলা হেফাজতের নেতৃবৃন্দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে জেলা প্রশাসক দিদারুল আলমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া।
আজ রবিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আরিফুল হক’ নামের এক ব্যবহারকারীর আইডি থেকে করা এক পোস্টে জানানো হয়— জেলা প্রশাসককে আজ রাত ৮টার মধ্যে জামিয়া ইউনুছিয়া মাদরাসায় এসে জেলা হেফাজতের নেতৃবৃন্দের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন আচরণ না করার বিষয়ে ওয়াদা করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
পোস্টে আরও বলা হয়, “আজ রাত ৮টার মধ্যে যদি ডিসি দিদারুল আলম ক্ষমা না চান, তবে পরবর্তী কঠোর কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।”