ইসলামী ব্যাংক আমার আপনার ব্যাংক একক কোন অঞ্চল বা পটিয়ার ব্যাংক নয়, সারা দেশের মেধাবীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুযোগ চাইসহ বিভিন্ন প্লেকার্ড নিয়ে ও ইসলামী ব্যাংকটিতে গত ১৫ বছরে অবৈধ ভাবে নিয়োগ করা কর্মীদের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইসলামী ব্যাংকটিতে দীর্ঘ ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের সময় অবৈধ ভাবে এসব কর্মীদের নিয়োগ দেয়া হয়। সেসব নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৬ সেপ্টেম্বর)সকালে পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়কের তেতুঁলিয়া রোডস্থ ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
২০১৭ সালে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ তৎকালীন ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে রাজনৈতিক সিদ্ধান্তের ফলে ইসলামী ব্যাংককে জামায়াত মুক্ত করার জন্য ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেন। তখনই নিয়ম বহির্ভূত ভাবে চট্টগ্রামের পটিয়া উপজেলার লোকজনকে ঢালাও ভাবে নিয়োগ দেয়া হয়।
মানববন্ধনে কর্মসূচিতে অংশ নেয়া গ্রাহক আতিকুজ্জামান, বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে। এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে।