ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে কসবা সুপার মার্কেট এর সামনে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূইয়া। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ।
এসময় বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফেরানোর রূপরেখা। একই সঙ্গে তারা অঙ্গীকার করেন — “কসবা হবে মাদক ও চোরাচালন মুক্ত এলাকা।”
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন। নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনসভায় উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।