শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:০১ অপরাহ্ন

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর:
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯ Time View
শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪
শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে দালাল চক্রের সহযোগিতায় অবৈধ পথে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্য ও সিএনজিচালকসহ ২৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম বিওপির সীমান্ত পিলার ১১১০/এমপি সংলগ্ন গজারীবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান।

আটককৃতরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. মজিবুর রহমান (২৫), শাহরিয়ার ইমন (২১), ওয়াহিদ (৩৮), মো. কুরবান আলী (৪৫), মো. মিঠুন আলী (২৭), জয়নুল হোসেন (৩০), ইব্রাহীম (৩৩), আখতারুল (২৯), মো. মাহাবুর (৪৭), মো. শাকিল (২৯), মো. তারিফ (২৭), মো. মামুন (৪০), আসমাউল (১৮) ও ইয়াকুব আলী, রাজশাহী জেলার তৌফিক ওমর (২৩), মো. আকবর (২৯), বিপ্লব হোসেন (১৯) ও নাটোর জেলার মো. রতন আলী (৩৮) এবং সিএনজি চালক শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ফারুক (৪০), ইমন (২০) ও সোলাইমান (৪০) এবং মানবপাচারকারী চক্রের সদস্য নালিতাবাড়ী উপজেলার মজনু মিয়া (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মিলন হক (৩৫)। এছাড়া মানবপাচারকারী চক্রের প্রধান হোতা নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের মহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছে।

বিজিবির প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীনস্থ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে সীমান্ত পিলার ১১১০/এমপি এলাকার গজারী বাগান এলাকায় বিজিবির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি সিএনজিচালিত অটোরিক্সাভর্তি ২৪ জন ব্যক্তিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১৪ টি মোবাইল ফোন, একটি হাত ঘড়ি এবং নগদ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদকালে জানায়, তারা প্রত্যেকে ৫ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার জন্য মফিদুল ইসলাম, মিলন হক ও মজনু মিয়াসহ দালাল চক্রের সাথে লেনদেন করে। অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার পরিকল্পনা ছিল তাদের।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান জানান, আটককৃত দালালদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়েরপূর্বক পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আটককৃত বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে পরবর্তী কার্যক্রম গ্রহণ করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin