ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি তৃণমূল দলের জেলা কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। সংগঠনের জেলা সভাপতি খালেদ হাসান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামান ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আজ্জম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদস্য আশরাফুল করিম রিপন, তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি হানিফ বেপারি, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক জহিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। এই দলের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে রাজনীতির মূলধারায় তুলে ধরা। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ের ঐক্যই হতে পারে গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম শক্তি।
সভায় প্রধান অতিথি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “বর্তমানে কিছু রাজনৈতিক দল বিভিন্ন অফিস দখল করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই দলগুলো এখন জনগণের কাছে গিয়ে ‘আল্লাহ ওয়াস্তা ভোট চাই’-এমন অবস্থায় পৌঁছেছে। অথচ তারা নিজেরাই জনগণের অধিকার হরণ করেছে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে তৃণমূলকে শক্তিশালী করা, কারণ জনগণই গণতন্ত্রের আসল উৎস। তৃণমূল বিএনপি সেই জনগণের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে।”
অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।