
আবহমান বাংলার জনপ্রিয় খেলা ফুটবলের গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আখাউড়ার শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবীর আহমেদ ভূঁইয়া।
আখাউড়া উপজেলা বিএনপি এ অঙ্গসহযোগী সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে।
হাজারো দর্শকের সমাগমে উদ্বোধনী ম্যাচে আখাউড়ার কলেজপাড়া কিংস ও দেবগ্রাম ফুটবল একাদশ মুখোমুখি হয়। দর্কশকদের উল্লাসে উৎসবমুখ পরিবেশ তৈরি হয় খেলার মাঠে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ১৬টি ফুটবল দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রবি উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, খেলাধূলা তরুণদের মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখে। সমাজে ভাতৃত্ব ও ঐক্যের বন্ধন গড়তে খেলাধূলার বিকল্প নেই।
উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে দুই দল কোনো গোল করতে না পারায় ড্র হয়। পরে টাইব্র্যাকারে কলেজপাড়া কিংস ৭-৬ গোলে দেবগ্রাম ফুটবল একাদশকে পরাজিত করে।