রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ এরশাদ হোসেন (২৬) নামের এক মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন রহমান সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত এরশাদ হোসেন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
র্যাব কর্মকর্তারা জানায়, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংস করছে, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মাদকসহ আটককৃতর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।