
পটুয়াখালীর গলাচিপায় নারী নির্যাতন মামলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নামের একটি এজিও’র কর্মী এমদাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মহিলা কলেজের সামনে তার ভাড়া বাড়িতে এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নারী নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলাটির পর থেকেই এমদাদ পলাতক ছিল। এমদাদ তার ভাড়া বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, নারী নির্যাতন মামলায় বিকেলে অভিযান চালিয়ে এমদাদকে গ্রেফতার করা হয়েছে। নারী নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামীকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য-গত ১৭ আগষ্ট সকাল ১০টার দিকে মৎস্যজীবী গ্রাম সমিতি ঘরের মধ্যে বসে ইমদাদের সাথে তহমিনার সমিতির বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তার চলাকালিন সময় হটাৎ করে ইমদাদ তহমিনার সাথে কু-রুচিপূর্ন কথাবার্তা বলে এবং শরীরে হাত দেয়। এসময় তহমিনা তাকে বাধা দিতে গেলে ইমদাদ ক্ষিপ্ত হয়ে তহমিনাকে মারধর করে এবং পরিহিত কাপড় ধরে টানা হেচড়া করে। এঘটনায় তহমিনা বেগম ১৪ অক্টোবর পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। যার পিটিশন মামলা নং-৭৪০/২০২৫।