
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রঞ্জন চন্দ্র দে। জেলা উন্নয়ন পরিষদের সভাপতি আলী মাউন পিয়াসের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন করেন শহীদ মীর মুগ্ধ’র পিতা ও জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য মীর মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা বিএনপি’র সিনিয়র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি আল আমিন শাহীন, জেলা উন্নয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্য সৈয়দ আনোয়ার আহম্মেদ লিটন, পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরী, পরিষদের সহ-সভাপতি আবুল হাসনাত অপু প্রমুখ। এসময় পরিষদের সকল সদস্যদের শপথ করানো হয়।
বক্তারা বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠার পর থেকে এ জেলার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। “ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। যারা ব্রাহ্মণবাড়িয়াকে জেলা করার দাবিতে আন্দোলন করে প্রাণ দিয়েছেন, তাঁদের ত্যাগ ও স্বপ্নকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের সেই আদর্শকে ধারণ করেই আমরা একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে চাই— যা হবে সুন্দর বাংলাদেশের গঠনে একটি অনন্য দৃষ্টান্ত।”
পরে অনুষ্ঠানের সমাপ্তি পর্বে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান, যেখানে উপস্থিত অতিথি ও সদস্যরা একসাথে কেক কেটে ৩৪ বছরের সফল পথচলা উদযাপন করেন।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পী ও সংগীতশিল্পীরা, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।