
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত শিপন (৩০) স্থানীয়ভাবে পরিচিত ‘মনেক ডাকাত’-এর ছেলে। শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তার ও ডাকাতির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাওয়াদাওয়া করতে গেলে রিফাত ও তার সহযোগীরা গুলি চালায়। এতে শিপনসহ তিনজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে শিপনের মৃত্যু হয়।
আহত অন্য দুইজন-আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম-এখনও ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির ভাগাভাগি ও এলাকা দখল নিয়ে শিপন ও রিফাত গ্রুপের মধ্যে বিরোধ থেকেই এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। তদন্ত চলছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”