বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
Title :
গাজীপুরে কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে  ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম জামায়াতে ইসলামে ভোট দিলে থাকবে না দূর্নীতি আর লুটপাট: মাওলানা মাহমুদ নবী জাপানের ভয়াবহ আগুন: পুড়েছে ১৭০টিরও বেশি ভবন ‘নির্বাচন ‍সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা বড়’ বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন মধ্যরাতে আটক, সকালে ডিবি থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল ঠাকুরগাঁওয়ে নসিমনের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো-ডিসি সায়েমুজ্জামান ব্রাহ্মণবাড়িয়ায় সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গুলিবর্ষণ-তিনজন গুলিবিদ্ধ, একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৪ Time View
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত শিপন (৩০) স্থানীয়ভাবে পরিচিত ‘মনেক ডাকাত’-এর ছেলে। শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তার ও ডাকাতির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাওয়াদাওয়া করতে গেলে রিফাত ও তার সহযোগীরা গুলি চালায়। এতে শিপনসহ তিনজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে শিপনের মৃত্যু হয়।

আহত অন্য দুইজন-আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম-এখনও ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির ভাগাভাগি ও এলাকা দখল নিয়ে শিপন ও রিফাত গ্রুপের মধ্যে বিরোধ থেকেই এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। তদন্ত চলছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin