
রেলের অনলাইন টিকিট কালোবাজারি প্রতিরোধে জামালপুর রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে দুই জন পেশাদার টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। অভিযানে ১৬টি আসনের টিকিট ও টিকিট বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করে জামালপুর রেলওয়ে থানা পুলিশ। আটককৃতরা হলেন, তোতা মিয়া (৬০) জুয়েল মিয়া (৩০)।
রেলওয়ে পুলিশ জানায়, আসামিরা পরিচিত লোকজনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। পরে এসব টিকিট দ্বিগুণ মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করতেন। তারা মূলত আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের জামালপুর,দেওয়ানগঞ্জ/মেলান্দহ টু ঢাকা রুটের টিকিট কালোবাজারি করে আসছিলেন।
গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের টিকিট কালোবাজারির কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।