
“বিভিন্ন শক্তি নানা বিভ্রান্তি ছড়িয়ে ২০২৬ সালের নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের সুফল জনগণ আগামী নির্বাচনের মাধ্যমে অর্জন করবে। নির্বাচন যদি না হয়, বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দেবে, যার প্রভাবে দেশের প্রতিটি ঘরের চুলা জ্বলবে না।”
রবিবার (২ নভেম্বর) বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
এসময় তিনি আরো বলেন, নবীনগরের নারী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই পরিবর্তনের যাত্রায় নারীরাই হবেন অগ্রণী শক্তি। আমি সবার আগে নবীনগরের নারীদের প্রাধান্য দেব-তাদের অধিকার, অংশগ্রহণ ও উন্নয়ন আমার অগ্রাধিকার।”সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নারী কর্মী অংশ নেন। সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নারীদের উপস্থিতি এলাকাজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ছালেহা বেগম এবং সঞ্চালনা করেন মহিলা দল নেত্রী সালমা সিদ্দিকা শান্তা।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সম্পাদক অ্যাডভোকেট আনিসুল হক মঞ্জু প্রমুখ।