চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) দুপুরে ফেনী পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন কালে কমিশনারের সাথে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
এ সময় বিভাগীয় কমিশনার ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সাথে পৌরসভার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার কাউন্সিলর কহিনুর আলম রানা, লুৎফর রহমান খোকন হাজারী, আশরাফুল আলম গিটার, সাইফুর রহমান, হারুন অর রশিদ মজুমদার সহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা।