
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন। এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নদী দখল ও বালু ব্যবসা দিনদিন বেড়েই চলছে।
সানন্দবাড়ী বড় ব্রিজের দুই পাশে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে দেদারসে চলছে বালু উত্তোলন ও বিক্রি। জানা গেছে, প্রতি এক হাজার ঘনফুট বালু বিক্রি হচ্ছে প্রায় ১০ হাজার টাকায়। এতে একটি সিন্ডিকেট নিয়মিত কোটি টাকার ব্যবসা করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সুধীজন,জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা জানান, অবৈধ এই বালু ব্যবসার কারণে জিনজিরাম নদীর তীরবর্তী আবাদি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে সানন্দবাড়ী বড় ব্রিজটি এখন ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে। যে কোনো মুহূর্তে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এব্যাপারে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
তারা দ্রুত অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।