ভারতের বেঙ্গালুরুর প্রযুক্তি কেন্দ্রের রামেশ্বরম রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) এই ঘটনায় অন্তত চার জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রামেশ্বরম রেস্তোরাঁর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক দিব্যা রাঘবেন্দ্র রাও বলেন, ১০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইটি বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে একজন কাস্টমারসহ তিনজন কর্মী আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুপুরের খাবারের সময় রামেশ্বরম রেস্তোরাঁয় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে তদন্ত কমিটি এটি খতিয়ে দেখছে বিস্ফোরণের ব্যাখ্যা দিয়ে রাঘবেন্দ্র রাও বলেন, রান্না ঘরে এই বিস্ফোরণ হয়নি। রেস্তোরাঁর হাত ধোঁয়ার স্থানে বিস্ফোরণ হয়েছে। সেখানে ব্যাগে কিছু একটা রাখা ছিল।
আহতদের অবস্থা বর্ণনা করে স্থানীয় টিভি চ্যানেল টিভি৯-কে রাও বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। তদন্তের সুবিধা বিবেচনা করে তিনি বলেন, রেস্তোরাঁয় ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) আছে। সেটির ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা যাবে। এটি ঘটনার কারণ খুঁজতে সাহায্য করবে।
সিসিটিভির ভিডিও চিত্রে দেখা গেছে, রেস্তোরাঁর ভেতরের একটি পিলারে বিস্ফোরণের দাগ পড়েছে। প্রত্যক্ষদর্শী টিভি৯-কে বলেন, হঠাৎ আমি বিকট আওয়াজ শুনতে পাই। আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি শুধু ধোঁয়া বের হচ্ছে।