
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান মো. হাসান মামুনের আগমনে গলাচিপায় জনতার ঢল নেমেছে।
মঙ্গলবার বিকেল ৩টায় গোলখালী ইউনিয়নের হরিদেবপুর খেলার মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। হাজারো নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে পুরো মাঠ এবং আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাসান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি, গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সত্তার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সবুজ প্যাদা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান মঈন, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ খন্দকার মো. কামরুজ্জামান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, গোলখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল গাজীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাসান মামুন বলেন, “গলাচিপা ও দশমিনার মানুষের উন্নয়ন, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে আছে এবং থাকবে। জনগণের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তার বক্তব্য শেষে জনতার করতালিতে মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের উচ্ছ্বাস ও স্লোগানে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।