
লিবিয়ার উপকূলে প্রায় ১০০ অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে এ ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
লিবিয়ান রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া মৃতরা সবাই একটি নৌকার যাত্রী। ওই নৌকায় ২৬ জন বাংলাদেশি নাগরিক ছিলেন বলে জানা গেছে।
মানবিক সংগঠনটি আরেকটি নৌকার যাত্রীদের মধ্যে কারো মৃত্যু হয়েছে কি না তা জানায়নি। দ্বিতীয় নৌকাটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই সুদানের নাগরিক।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই নৌকাগুলো উত্তর আফ্রিকা ও ইতালির মধ্যবর্তী মধ্য ভূমধ্যসাগর রুট ব্যবহার করছিল—যা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী পরিচিত অভিবাসন রুট হিসেবে পরিচিত। সংস্থাটি জানায়, নৌকাগুলো উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল খুমস থেকে যাত্রা শুরু করেছিল।
লিবিয়ান রেড ক্রিসেন্ট তাদের উদ্ধারকারী দলকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সেবা দিতে দেখা গেছে এমন ছবি শেয়ার করেছে। পাশাপাশি মাটিতে রাখা কালো মৃতদেহবাহী ব্যাগের ছবিও প্রকাশ করেছে।
প্রতি বছর দক্ষিণ ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অতিরিক্ত ভিড় ও অনিরাপদ নৌকায় যাত্রাকারী শত শত মানুষের মৃত্যু হয়।আইওএম-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ১,৫০০ জনের বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এদের প্রায় এক-তৃতীয়াংশ ঘটনাই ঘটেছে লিবিয়ার উপকূলে।
এ সপ্তাহের শুরুর দিকে লিবিয়া থেকে একটি ছোট নৌকায় যাত্রা করা ডজন খানেক অভিবাসী ডুবে নিখোঁজ হয় এবং তাদের মৃত বলে ধারণা করা হয়। সাতজনকে প্রায় এক সপ্তাহ সমুদ্রে ভাসমান অবস্থায় থাকার পর উদ্ধার করা হয়। তাদের মধ্যে সুদান, সোমালিয়া, ক্যামেরুন ও নাইজেরিয়ার নাগরিক ছিলেন।