
আজ রোববার রাত আড়াইটার দিকেজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় পেট্রোলবোমা’ নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
ব্যাংক কর্মীরা জানায়, মধ্যরাতে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে ৭-৮ জন যুবক অতর্কিতভাবে কয়েকটি পেট্রোলবোমা ছুড়ে মারে। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার ভেতরে এবং দুটি বাইরে পড়ে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক আছে।’
তিনি বলেন, এখানে মূলত পটকা-জাতীয় কিছু গেইটের ওপর আঘাত করে বিস্ফোরিত হয়েছে। এতে কিছু কাচ ভেঙে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি ।