৪২ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪ এর শেরপুর ভেন্যুর উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ৯ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুর ভেন্যুর উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহম্মেদ।
এর আগে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মানিক দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম।
উদ্বোধনী খেলায় টাঙ্গাইল ও ঝিনাইদহ জেলা ক্রিকেট দল অংশগ্রহন করে এবং খেলা ৫০ ওভারে খেলাটি অনুষ্ঠিত হবে। এবার ৪২ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শেরপুর ভেন্যুতে টাঙ্গাইল, ঝিনাইদহ, ফেনী ও চাপাইনবাবগঞ্জ জেলা ক্রিকেট দল অংশগ্রহন করবে।