
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ছাত্রশিবিরের ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেনের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা হতে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে সংসদীয় আসনের পৌরশহরের পুরাতন বাস স্ট্যান্ড হয়ে নারগুন, বেগুনবাড়ী, মোহাম্মদপুর, রহিমানপুর, রাজাগাঁও, রুহিয়া ইউনিয়নহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হবে।
মোটরসাইকেল শোডাউনে অংশ নেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, জামায়াতের জেলা সেক্রেটারী আলমীর হোসেন, জামায়াত নেতা শামীম হোসেনসহ প্রায় ২০ হাজার নেতাকর্মী, সমর্থক অংশ নেয় প্রায় কয়েক হাজার মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঠাকুরগাঁও ১ আসনের জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন।