
বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন খুলনা বিভাগীয় ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে যশোর পৌরসভা মিলনায়তনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর পৌরসভা ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী কাক্কু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম নুরুজ্জামান।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মনিরুল ইসলাম (যশোর পৌরসভা) সভাপতি এবং সানোয়ার হাসান (মেহেরপুর পৌরসভা) সাধারণ সম্পাদক ও কাজী মোঃ রফিকুজ্জামান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ফেডারেশনের খুলনা বিভাগীয় নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেরা সুলতানা, সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান জিল্লু, ঢাকা ও বরিশাল বিভাগীয় কমিটির নেতৃবন্দ সহ খুলনা বিভাগের পৌরসভার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।