ট্রলির চাকায় পিষ্ট হয়ে সোহাগ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
বৃহষ্পতিবার (২৮ মার্চ) বিকেল তিনটার দিকে মেহেরপুরের গাংনীর হলপাড়ায় এ ঘটনাটি ঘটে।
সোহাগ গাংনীর কাজিম মোড়ের কৃষক গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা দারজেল তার নিজস্ব ট্রলি করে মাটি নিয়ে জনৈক বাবর আলীর বাড়ির সামনে ভরাট করা হচ্ছিল। এসময় সোহাগ ও তার কয়েকজন বন্ধু ওই ট্রলিতে ওঠে। মাটি নামানো শেষ হলে সোহাগ হঠাৎ ট্রলির পাশে লাফ দেয়। এসময় সে ট্রলির পেছনের চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে।