পটুয়াখালীর গলাচিপায় যথাযথ মর্যাদায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বৃক্ষ রোপন কর্মসূচি আয়োজন করা হয়।
গলাচিপা উপজেলার নিবার্হী কর্মকর্তা মো.মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা ও দশমিনার সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন শাহ্,গলাচিপা থানার ইনচার্জ,ফায়ার সাভিস স্টেশন অফিসার, কৃষি অফিসার,গলাচিপা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক,সাংবাদিক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী সহ সাধারণ মানুষ।