সদ্য সমাপ্ত ফেনী জেলার ফুলগাজী উপজেলার নবনির্বাচিত জন প্রতিনিধিরা ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন।
বুধবার (২২মে) রাতে ফুলগাজী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হারুন মজুমদার এর নেতৃত্বে ভাইস চেয়ারম্যান অনিল বণিক ও মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ সহ একটি প্রতিনিধি দল ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর বাসভবনে এসে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় উপজেলার নবনির্বাচিত জন প্রতিনিধিরা এমপি’র হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নব নির্বাচিত প্রতিনিধিরা তাদের সকল কর্মকাণ্ডে নিজাম হাজারীর সহযোগিতা কামনা করেন।
নিজাম উদ্দিন হাজারী জন প্রতিনিধিদের উদ্যেশ্যে বলেন আপনারা জনগনের সেবার মাধ্যমে তাদের ভালোবাসা ও আস্হা অর্জন করুন তাহলে আগামীতে ভোটের সময় আপনাদের আর টেনশনে থাকতে হবে না। জনগনই আপনাকে আবারো তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে। আপনার কাজ ও সেবাই আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছে দিবে।