ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও সদ্য সমাপ্ত ফুলগাজী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন মজুমদারকে তার বর্তমান কর্মস্থলে শুভেচ্ছা জানাতে উপজেলা প্রশাসন সহ নেতাকর্মীদের ঢল নামে।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপজেলা প্রাঙ্গণে জড়ো হতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ফুলগাজী উপজেলা পরিষদ চত্বর নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।
হারুন মজুমদার উপজেলা চত্বরে প্রবেশের পরপরই প্রথমে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়া পুষ্পমাল্য দিয়ে বরণ করেন। এর পর পর নেতা কর্মীরা তাদের নতুন অভিভাবককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদারকে বিদায়ী ফুলের শুভেচ্ছা জানানো হয়।
হারুন মজুমদার তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে পাওয়ার জন্য ভোটের মাধ্যমে যে সম্মান দেখিয়েছেন আমিও আপনাদের সে সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হয় ফুলগাজীর উন্নয়নে সকল প্রকার ব্যবস্হা গ্রহন করবো। এমনকি যুব সমাজকে মাদক দ্রব্য থেকে বিরত রাখতে সব ধরনের ব্যবস্হা নিবো। আমি শুধু আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।