চুয়াডাঙ্গায় রাজাই শেখ নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শংকর চন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহের পীরতলা মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর জানায়, সুবদিয়া গ্রামের বেছের আলীর ছেলে রাজাই শেখ পেশায় একজন কৃষক। সে গতকাল শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয় । রাতে আর বাড়ি ফিরেনি। সকাল ১০টার দিকে কালী ভান্ডারদহ গ্রামের লোকজন মাঠে যাওয়ার পথে সড়কের পাশে রাজা শেখের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্ডার আলী গলা কেটে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। রাতের কোনো এক সময় তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।অজ্ঞাত দুর্বৃত্তের দ্বারা গলা কেটে হত্যা করা হলেও এর নেপথ্যের ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।