বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
Title :
জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় পাঁচ কোটির টাকার মাদকদ্রব্য ধ্বংস ব্রাহ্মণবাড়িয়ায় বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু দেবীগঞ্জে ব্রীজের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা জেনে নিন মেয়েদের মন বোঝার কিছু উপায় ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ছয় দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালী ও আলোচনা

ঝড়ের গতিতে ছাড়পত্র পেলো ‘তুফান’

বিনোদন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৫২ Time View
ঝড়ের গতিতে ছাড়পত্র পেলো ‘তুফান’
ঝড়ের গতিতে ছাড়পত্র পেলো ‘তুফান’

শুটিং, সম্পাদনা, ডাবিং- এমন একশ একটা কাজ থাকে একটি সিনেমা তৈরিতে। আর সেটি যদি হয় ঈদের ছবি, তবে তো কথাই নেই। প্রায় প্রতি ঈদেই আলোচিত ছবিগুলো শুটিং থেকে সেন্সরে যেতে এক রকমের লেজে-গোবরে অবস্থা হয়। তৈরি হয় অনিশ্চয়তা।

যেমন এরমধ্যেই ঈদের অন্যতম ছবি ‘জংলি’ একই কারণে হাল ছেড়ে দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়ে দিয়েছে, শত চেষ্টা করেও ঈদের আগে সব কাজ শেষ করতে পারছে না তারা।

বিপরীতে রায়হান রাফী যেন একের পর এক ম্যাজিক দেখিয়ে চলেছেন। গান ছেড়ে তুলকালাম বাধিয়ে অনেকটা চোখের পলকে ছাড়পত্রও হাতে নিয়ে নিলেন ‘তুফান’-এর। যেন ঝড়ের গতিতে সব শেষ করে হাত-মুখ ধুয়ে আরাম করছেন নির্মাতা! ৫ জুন ‘তুফান’র আনকাট ছাড়পত্র হাতে পেয়েছেন নির্মাতা। এখন চলছে মুক্তির আগে প্রমোশন পরিকল্পনা।

ছাড়পত্র হাতে পেয়ে কেমন লাগছে? জবাবে রাফী বলেন, ‘খুব ভালো। টানা যে যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছি, সেটার একটা ভালো ফলাফল হচ্ছে এই ছাড়পত্র। মাঠের যুদ্ধটা আপাতত শেষ। এবার শুরু করবো হলের যুদ্ধ। আল্লাহ ভরসা।’

শুরু থেকেই বলা হচ্ছিল ছবিটির প্রযোজনায় রয়েছে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান- আলফা আই, চরকি ও এসভিএফ (কলকাতা)। যদিও ঈদে মুক্তির জন্য ছবিটি ছাড়পত্র পেয়েছে খাঁটি দেশি ছবি হিসেবে! কারণ সেন্সর সনদপত্রে প্রযোজক হিসেবে রয়েছে শুধু আলফা আই কর্তা শাহরিয়ার করমি ভুঁইয়ার নাম! এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনও সদুত্তর মেলেনি এখনও।

এতে শাকিবের সঙ্গে আছেন কলকাতার মিমি ও ঢাকার নাবিলা। এরমধ্যে ‘লাগে উরাধুরা’ গান প্রকাশ করে আগুন ধরিয়ে দিয়েছেন শাকিব-মিমি। টের পাওয়া যাচ্ছে, ছবিটি শাকিব খান ও রায়হান রাফীর নিজস্ব সফলতার সবগুলোই অতিক্রম করবে।

শাকিব খানের স্বপ্ন, একদিন তার সিনেমাও শত কোটি টাকা আয় করবে। সে বিষয়ে তার ভাষ্য, ‘আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি, ১০০ কোটির ক্লাবে কবে যাবো। ওই দিন বেশি দূরে নয়, যেদিন আমাদের সিনেমার জন্য ১০০ কোটি টাকাও কম মনে হবে। উত্তর আমেরিকায় বাংলা সিনেমার প্রায় ২৫-৩০ লাখ দর্শকের একটা বাজার তৈরি হয়ে আছে। বাকি ছিল দুই ইন্ডাস্ট্রির সমন্বয়ে কাজ করা। এবার সেটাও হলো।’

ঢালিউড কর্তার প্রত্যাশা, ‘তুফান’ তার এই স্বপ্ন বাস্তবায়ন করবে। এদিকে মৃদুভাষী রাফী বললেন, ‘এতটুকু বলতে পারি, দেশের সবচেয়ে বড় সুপারস্টারের ছবি এটা। ইনশাআল্লাহ, ছবিটি ইতিহাস হয়ে থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin