মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য জেলার মতো এবার মেহেরপুরে আরও ২২৯ ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে ভার্চুয়ালি সারাদেশে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এর ধারাবাহিকতায় মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২২৯ জন উপকারভোগীর কাছে ঘরের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভুইয়া, পুলিশ সুপার এস এম নাজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উদ্বোধন ঘোষণা শেষে একযোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমিহীন পরিবারের সদস্যদের মাঝে দলিল, ঘরের চাবি ও অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হয়। উল্লেখ্য মেহেরপুর জেলায় ২২৯টি ঘরের মধ্যে ৭৫টি ভূমিহীন পরিবার পেয়েছে উপহারের নতুন ঘর। ইতিপূর্বে নির্মিত ঘরগুলো ভেঙে নতুন ঘরের পুনঃনির্মাণ করা হয়েছে।