সারাদেশে দূর্বত্তদের দ্বারা বাসা বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জামায়াতে ইসলামী পঞ্চগড় শহর শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বুধবার বিকেলে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর সদস্যরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়কের পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে তারা শহরের সরকারি অডিটোরিয়াম চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় শহর শাখার আমীর জয়নাল আবেদীন, পঞ্চগড় সদর উপজেলা আমীর সফিউল আলম, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন, জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ইকবাল হোসেন।