শেখ হাসিনার সরকারের পতনের পরপরই পঞ্চগড়ের বোদা উপজেলায় সুগার মিলের জমিসহ সাব জোন কোয়াটার দখলের অভিযোগ উঠেছে। বোদা পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা আরিফুর রহমানের বিরুদ্ধে এ জমি দখলের অভিযোগ উঠে।
এই জায়গায়টি প্রায় ৪৭ বছর ধরে সুগার মিলের দখলে থাকলেও সম্প্রতি দখল হওয়ায় বিস্মিত স্থানীয়রা। এ ঘটনায় সুগার মিল কর্তৃপক্ষ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বোদা উপজেলা শহরের থানার পাশেই ২০ শতক জায়গা ১৯৭৭ সালে ক্রয় করে সাবজোন কোয়াটার করা হয়। সেখানে সুগার মিলের কর্মকর্তারা বসবাস করতেন। গত ৭ আগস্ট আকস্মিক ওই জমিসহ কোয়াটার দখল করে গাছের চারা রোপন করেন কাউন্সিলর আরিফুর রহমান।
কোয়াটারের সামনের উন্মুক্ত স্থানটিতে ছোট একটি এক চালা টিন ও বেড়াচাটির ঘরও তোলা হয়। সেখানে ঝুলিয়ে দেয়া হয় ব্যানারে। ব্যানারে শুরুতে ক্রয় সূত্রে এই জমির মালিক কাউন্সিলর আরিফুর রহমান ও সামিউল ইসলাম উল্লেখ করা পরে তা সরিয়ে আরেকটি ব্যানার ঝুলিয়ে দেন তারা। সেখানে ক্রয় সূত্রে ওই জমির মালিক হিসেবে কাউন্সিলর আরিফুরের বাবা আব্দুল কুদ্দুসের নাম উল্লেখ করা হয়।
স্থানীয় বাসিন্দা মহসিন আলী বাবু বলেন, আমরা ছোট থেকেই দেখেছি এই জমিটি সুগার মিলের। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ জমিটি দখল করে নেয় কাউন্সিলর আরিফুর রহমান।
পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, এটি কোন ব্যক্তি মালিকানা জমি নয়। আমাদের সাবজোন কোয়াটার আছে সেখানে। দীর্ঘদিন সেখানে আমাদের কর্মকর্তারা থেকেছে। এলাকার সবাই জানে জমিটি আমাদের। ওই জমির সব ধরণের কাগজপত্র হালনাগাদ করা আছে। তারপরও দিনদুপুরে ক্ষমতার অপব্যবহার করে কোয়াটারসহ ২০ শতক জমি দখল করে নেয়া হয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসনসহ পুলিশ ও সেনাবাহিনীকে অভিযোগ করেছি।
কাউন্সিলর আরিফুর রহমান বলেন, দুই হিন্দু সম্প্রদায়ের লোকের কাছে ১৯৬৩ সালে ওই জমিসহ ১৬৭ শতক জমি ক্রয় করে আমার বাবা। দীর্ঘদিন জমিটি সুগার মিলের দখলে ছিলো। এছাড়া অন্য অংশটুকুতে অনেকে ঘরবাড়ি তুলেছে। আমরা বার বার তাগাদা দেয়া সত্যেও তারা জমি ছাড়েনি। তাই আমরা জমিটি এখন দখল করে নিয়েছি। আমাদের কাছে সব কাগজপত্র রয়েছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহরিয়ার নজির বলেন, আমরা এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তবে ব্যানারের নাম ও নাম্বারের সাথে মিল নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।