রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৪৭ Time View
জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের
জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের

বৈষম্য স্বীকারের কারণে পদবঞ্চিত  থাকা এবং সেখান থেকে পদোন্নতির দাবী নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান-এর সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৯ অগাস্ট) সকাল সাড়ে ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কক্ষে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দরা।

এসময় এসোসিয়েশনের আহবায়ক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহকারী সচিব মোঃ আবদুল খালেক এর নেতৃত্বে উপসচিব ও সিনিয়র সহকারী সচিবগণ বৈষম্য স্বীকারের কারণে পদবঞ্চিত  থাকা এবং সেখান থেকে পদোন্নতির দাবী নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ তখন- Banglaesh Civil Service Recruitment Rules, 1981 এর Schedule 11 4 Part XXVII অনুযায়ী সাবেক বিসিএস (সচিবালয়) ক্যাডারের ‘সহকারী সচিব” এর মোট পদের ১/৩ অংশ সচিবালয়ের ক্যাডার বর্হিভূত কর্মচারীগণের মধ্য হতে পদোন্নতির মাধ্যমে পুরণ করা হতো এবং বিসিএস (সচিবালয়) ক্যাডারভুক্ত হয়ে সিনিয় সহকারী সচিব, উপসচিব ও যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রােপ্তির বিষয়টি তুলে ধরেন।

নেতৃবৃন্দ আরো বলেন, ১৬ই মার্চ ১৯৯২ তারিখে এসআরও নং ৫৯/আইন/৯২/সন (উওবা-২)-৬৪/৯২ এর মাধ্যমে জারীকৃত বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (সচিবালয়) ক্যাডার একীভূতকরণ আদেশ, ১৯৯২ এর শর্ত ৩(গ) অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সৃজিত পদসমূহের ১/৩ অংশ হিসেবে ক্যাডার বর্হিভূতদের জন্য সহকারী সচিব এর আরো ২২৪টি পদ, সিনিয়র সহকারী সচিব এর ৫৬টি পদ, উপসচিব এর ৫৯টি পদ এবং যুন্মসচিব এর ৩১টি পদ সংরক্ষণের আদেশ জারি করার প্রয়োজনীতার কথা তুলে ধরেন।

এ ছাড়াও সহকারী সচিব পদে ৫ (পাঁচ) বছর অতিক্রান্ত হলে ১০০% সিনিয়র স্কেল প্রদান, সিনিয়র সহকারী সচিব হিসেবে ৩ (তিন) বছর অতিক্রান্ত হলে উপসচিব এবং পর্যায়ক্রমে যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদানের বিষয়টি বাস্তবায়নের জন্য উপস্থিত কর্মকর্তাগন অনুরোধ করেন।

এসময় সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান আন্তরিকতার সাথে কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চিতসহ ন্যায়সংগত ধাবীসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তদোপরি সততা ও সুনামের সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত কর্মকর্তাগণকে পরামর্শ প্রদান করেন। তিনি বলেন ক্যাডার বর্হিভূত শব্দটি অতিদ্রুত পদনাম থেকে প্রত্যাহার নাতিল করা হবে। এ ছাড়াও অন্যান্য দাবীর বিষয়ে অতিরিক্ত সচিব (এপিডি)-কে আলোচনার মাধ্যমে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন। উপস্থিত কর্মকর্তাগণ অতঃপর জনাব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত সচিব (এপিডি)-এর অফিস কক্ষে সাক্ষাৎ করে সদস্য-সচিব শফিউদ্দিন শেখ দাবীর পক্ষে যুক্তি তুলে ধরেন। সর্বপরি এ বিষয়ে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় অতিরিক্ত সচিব (এপিডি)-এর অফিস কক্ষে আলোচনার জন্য সময় নির্ধারন করা হয়।

শুভেচ্ছ বিনিময় সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিউদ্দীন শেখ, মোছাঃ সেলিনা সুলতানা, জাহেদা খাতুন, রফিকুল ইসসাম, আহাঙ্গীর আলম, মিজানুর রহমান, ফরিদ উদ্দিন, জসীম উদ্দিন, সুলতান আহমদ, মো: ফারুক ও আব্দুল কাদের প্রমুখ।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin