যাত্রা শুরু করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ’। গত ৭ অক্টোবর (সোমবার) ঢাকার পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে একটি ঝলমলে আয়োজনে সংগঠনটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান হয়।
সংগঠনের দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং মহিলা বিষয়ক সম্পাদক বিতাস্তা আহমেদের সঞ্চালনায় কুরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাজিয়া হক কনক। তিনি সংগঠনের পরিচয় তুলে ধরেন।
এরপর সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নাজমুল ইসলাম বাংলাদেশে ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। কীভাবে সংগঠনের সদস্য নির্বাচন করা হবে এবং কারা সদস্য হতে পারবেন তা তুলে ধরেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মাহমুদ।
অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ’র যাত্রা শুরু
সংগঠনের সাধারণ সম্পাদক সালাফিন রাফি জানান, বাংলাদেশ এ শিল্পে প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকার লেনদেন। এত বড় এই সেক্টরকে শিল্প হিসেবে ঘোষণা করতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি মুহাম্মদ তারিকুজ্জামান বলেন, ‘দেশে ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরের অপার সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশে দক্ষ মানবসম্পদ প্রস্তুত করা হবে। এ শিল্পে যারা শ্রম দিচ্ছে তাদের শ্রমের যথাযথ মূল্যায়নসহ স্থায়ী আর্থিক সুবিধার আওতায় নিয়ে আসতে হবে।’ সঠিক দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনার মাধ্যমে আগামী শিক্ষিত ও মেধাবী তরুণদের এ সেক্টরের প্রতি আগ্রহের ব্যাপারে জোর দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে দেশের স্বনামধন্য ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিগমাজ এর স্বত্বাধিকারী সিগমা মেহেদী সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে নিজের বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে আগত ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরের স্বনামধন্য উদ্যোক্তারা নিজেদের অনুভূতি ও মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে কেক কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ এর কমিটির সদস্যরাসহ বাংলাদেশে ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্টরের স্বনামধন্য উদ্যোক্তা, ফটোগ্রাফি কোম্পানি ড্রিম ওয়েভার, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।