শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপকর্মকারী নেতাদের বিচারের দাবিতে মেহেরপুরের গাংনী শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পালনে আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। পৌর ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসবেক দলের আহবায়ক মাহবুবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা উলামা দলের সভাপতি ইনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক সভাতি নাজমুল ইসলাম ও যুবদল নেতা সাহিবুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।