মেহেরপুরে ২৫ বোতল ফেন্সিডিলসহ আব্দুল আউয়াল (৬০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
মঙ্গলবার সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এআরবি কলেজের যাত্রী ছাউনির সামনে চেকপোস্ট বসিয়ে আল্লাহর দান নামের বাস তল্লাশী করে ২৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। আটককৃত আব্দুল আউয়াল মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামের কলোনি পাড়ার মৃত নিয়ামত শেখের ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি কলেজের রাস্তা সংলগ্ন যাত্রী ছাউনি এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসানো হয়। এসময় আল্লাহর দান নামের একটি বাস তল্লাশী করে ২৫ বোতল ফেন্সিডিলসহ গাড়ীতে যাত্রীবেসে থাকা আব্দুল আউয়ালকে আটক করে। আটককৃত আব্দুল আউয়াল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।