ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার রাজঘর-থলিয়ারা বন্দের মাঠে এই খেলা হয়েছে। রাইজিং স্টার অব রাজঘর-থলিয়ারা ক্রিকেট কর্তৃক আয়োজিত ও সৌদি প্রবাসী সোহেল রানার সহযোগিতায় ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। ইউনিটি ওয়ারিয়র্স বনাব ইউনিটি রাইডার্স দুটি দল অংশ গ্রহণ করে।
প্রথম ইনিংসে ইউনিটি ওয়ারিয়র্স টসে জিতে ব্যাটিং করে ১৪ ওভার খেলে ১২৪ রান করে। পরে দ্বিতীয় ইনিংস এ ব্যাটিং করতে নেমে ইউনিটি রাইডার্স ১৪ ওভারে ৮ ইউকেট হারিয়ে ১২৩ রান করে। এতে ইউনিটি ওয়ারিয়র্স ১ রানে জয়লাভ করে। খেলা দেখতে বিপুল সংখ্যাক মানুষ উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করে। এছাড়াও খেলা দেখার জন্য অনেক নারীরাও আসেন মাঠে।
এসময় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ, ছাত্রদলের সাবেক সভাপতি মোবারক উল্লা, নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব ভূইয়া, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক সাদেক মিয়া, শামীর, রুবেল, আদিলসহ বিএনপি ও তার সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেষার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথির কাছে থেকে বিজয়ী দলের ইউনিটি ওয়ারিয়র্স অধিনায়ের কাছে প্রথম পুরুস্কার তুলে দেন। এবং পরাজিত ইউনিটি রাইডার্স এর অধিনায়ের হাতে রানার্স আপ পুরুস্কার দেয়া হয়। খেলায় ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয় বোলার তুহিন ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় মেহেদী হাসান মান্না ম্যাচটি পরিচালনায় ছিলেন সাদ্দাম ও সাইফুল। প্রথম পুরুস্কার এ ছিলো পাঁচ হাজার টাকা ও দ্বিতীয় পুরুস্কার এ তিন হাজার টাকা।