ব্রাহ্মণবাড়িয়ায় বর্নাঢ্য আয়োজনে র্যালি ও রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের টেংকেরপাড় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ এর মধ্য দিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুগ্ম আহবায়ক সালমান হৃদয়, সানি ,আব্দুল্লাহ আল গাফফারসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা ছাত্রদলের উদ্যোগে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।