ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে যত সংস্কার হয়েছে তা বিএনপির আমলে। আগামীতে যত সংস্কার হবে তাও বিএনপির নেতৃত্বে হবে। এ সময় তিনি আরও বলেন আমাদেরকে জনগনের আশা আখাংকা পূরণের রাজনীতি করতে হবে। পকেট ভরা রাজনীতি ত্যাগ করতে হবে।
অন্তবর্তী সরকারের কাছে বিশেষ কোন প্রত্যাশা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য বৃদ্ধি এ সমস্যাগুলো ক্রমান্বয়ে একটি সহিষ্ণু অবস্থায় ফিরে আসবে। এসময় প্রধান অতিথি জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতা কর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শহরের পৌর মুক্ত মঞ্চে জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তোলনের জন্য রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবীতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভুইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবির আহমেদ প্রমূখ।
সমাবেশে সমাবেশে নেতাকর্মীরা জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সভাস্থলে এসে যোগ দেয়।