রিকশার অবৈধ লাইসেন্স বাতিল করতে হবে ও প্রকৃত রিকশা চালকদেরকে একটি করে রিকশার লাইসেন্স দিতে হবে এবং আমাদের রিকশার স্ট্যান গুলো খালি করে দিতে হবে এর প্রতিবাদে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের টেংকের পাড় দে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়া, ইউনিয়নের সাধারণ সমম্পাদক শাহেদ মিয়া, ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেনসহ সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এ্যাডভোকেট তারিকুল রৌফ, উপদেষ্টা ইমরান হোসেন জয়ন্ত প্রমুখ।
পরে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধানি প্রধান সড়ক প্রদক্ষিন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজিত পৌর মুক্ত মঞ্চ গিয়ে সমাবেশ স্থলে যোগ দেয়। এসময় বক্তরা বলেন যদি আমাদের অধিকার ফিরিয়ে না দেয়া হয় তা হলে আরো কঠোর কর্মসূচির ঘোষনা দেয় নেতাকর্মীরা। বক্তরা আরো বলেন, রিকশার অবৈধ লাইসেন্স বাতিল করতে হবে। প্রকৃত রিকশা চালকদেরকে একটি করে রিকশার লাইসেন্স দিতে হবে। তাদের রিকশার স্ট্যান গুলো খালি করে দিতে হবে বলে হুশিয়ারি দেন।