বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। অতীতের ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার জাতিকে ভেঙে টুকরা টুকরা করেছে, তারা একে অপরের মুখোমুখি লাগিয়ে রেখেছিল। একটাই জাতি আমরা, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, দেখতে চাই না অগণতন্ত্রের বাংলাদেশ। দেখতে চাই না ২০০৬ সালের ২৮ শে অক্টোবর। রাতে যারা জীবন দিয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জাতিসংঘে আমি দাবি জানাবো ৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যত ঘটনা ঘটেছে, এসব ঘটনার শ্বেতপত্র প্রকাশ করার জন্য। এ শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। বাংলাদেশের জনগন দেখুক কারা কি করেছে। আপনাদেরকে কথা দিচ্ছি এদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয় তখন আপনাদের দাবী হবে আমার দাবী।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর বলেন,পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়াতে নৌকা ডুবির ঘটনায় নিহত পরিবারের এক এতিম সন্তানের দায়িত্ব নিয়ে ছিল ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী। কিন্তু দায়িত্ব নেযার পরে তার কোন খোজ খবর নেননি ফ্যাসিস্ট সরকারের ওই মন্ত্রী। শুধু একটু কাপড় দিয়েছিল কিন্তু কোন খাদ্য দেননি। তারা কি খেয়েছে তারও কোন খবর নেয়নি। তারা কথা দিয়ে কথা রাখেনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ওই এতিম শিশু সাবালক না হওয়া পর্যন্ত তার দায়িত্ব নিয়েছে। সে দায়িত্ব তারা পালন করবে। আমরা মানবতাকে টুকরা টুকরা করতে চাই না। আমরা ছোট্ট একটি দেশ সবগুলা মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, চলতে চাই। এর মাঝেই আমাদের সৌন্দর্য, এর মাঝেই আমাদের শান্তি নিহিত। সংখ্যালঘু আর কিসের সংখ্যা গুরু। এদেশে জম্ম গ্রহন করলেই এদেশের গর্বিত নাগরিক। আমরা এদেশের নাগরিকদেরকে কোন ভাগ বাটোয়ারা করবো না। আমরা ধর্ম কিংবা দলের বিভক্তি করার পক্ষে নই।
জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও দিনাজপুর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য দিনাজপুর রংপুর অঞ্চলের টিম সদস্য ও রংপুর মহানগর শাখার সাবেক আমীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ,বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমীর বেলাল উদ্দীন, কেন্দ্রীয় শুরা সদস্য দিনাজপুর জেলার সাবেক আমীর আনোয়ারুল ইসলাম ,পঞ্চগড় জেলা সেক্রেটারি জেনারেল মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নীলফামারী জেলা আমীর আব্দুস সাত্তার, সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু, সুন্দরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হালিম, কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ নূরে আলম সিদ্দিকী, বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফি, তেতুঁলিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, ছাত্র শিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য সাহিদ আল ইসলাম, পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন প্রমূখ।
পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আবুল বাশার বসুনিয়ার সঞ্চালনায় জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও শ্রমিক কল্যান ফেডারেশনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।