চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিজিপির সদস্যরা।
রবিবার দিবাগত মধ্যরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী এলাকাসহ বিভিন্ন স্থানে এই তল্লাশি কার্যক্রম চলে। এ সময় চেক পোস্ট গুলোতে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়। পাশাপাশি সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়।