নাশকতার নির্দেশদাতা হিসেবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম কে জেল গেটে গ্রেফতার দেখাতে নির্দেশ দিয়েছে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মেহেরপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মন্জুরুল ইমাম এই আদেশ দেন।
পূর্বে গ্রেফতার দেখানো অপর একটি মামলায় মেহেরপুর জেলা জজ আদালতে মোনালিসার পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করলে মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মন্জুরুল ইমাম জিআর ৩৮৭/২৪ নম্বর মামলায় মোনালিসার জামিন আবেদন নাকচ করেন। মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
এর কিছু সময় পর সরকার বিরোধী অন্তর্ঘাত মূলক কর্মকান্ড ও নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় দায়েরকৃত জিআর ২৭২/২৪ নম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা প্রহলাদ রায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে মোনালিসাকে গ্রেফতার দেখানোর আবেদন করলে বিজ্ঞ বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুর রহমান তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। উল্লেখ্য অপর একটি মামলায় (২৬৩/২৪) সম্প্রতি সৈয়দা মোনালিসা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
মেহেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন দাস বলেন, ‘ইতোপূর্বে গ্রেফতার দেখানো একটি মামলায় সৈয়দা মোনালিসা মেহেরপুর জেলা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত সেটি নাকচ করে দেন। এরপর স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত যড়যন্ত্রকারীদের পৃষ্ঠপোষকতায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের ব্যানারে মেহেরপুর থানা এলাকার মধ্যে ১৫০০ থেকে ২০০০ সাধারণ মানুষকে সুদ মুক্ত ঋণ দেওয়ার প্রলোভনের মাধ্যমে গত ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনের নামে জমায়েত হওয়ার আহব্বান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অশান্ত করার উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ন ও স্পর্শকাতর স্থানে অন্তর্যাত ও নাশকতা মূলক কর্মকান্ড করার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা , উপ পুলিশ পরিদর্শক প্রহলাদ রায়ের আবেদনের প্রেক্ষিতে আদালত সৈয়দা মোনালিসাকে জিআর ২৭২/২৪ নম্বর মামলায় নাশকতার নির্দেশদাতা হিসেবে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক মোনালিসা কে মামলাটিতে গ্রেফতার দেখানো হয়েছে।