
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন হলরুমে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িা শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া শাখার আহ্বায়ক কমিটির সভাপতি তানিয়া সুলতানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ডক্টর এসোসিয়েশন অফ ড্যাবের সভাপতি ডাঃ মোঃ মকবুল হোসেন, ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জহিরুল ইসলাম, এন.ডি.এফ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আবু হানিফ, ড্যাবের কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মনির হোসেন, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আকতার হোসাইন, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হিমেল খান, এন.ডি.এফ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফরিদ উদ্দিন।
পরে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।