মেহেরপুরে ধর্ম নিয়ে কটুক্তি ও ফিলিস্তিনি হামলার স্বপক্ষে পোস্টদানকারী চঞ্চল মাহমুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে হাফিজুর রহমান নামের একজনকে গণধোলাই শেষে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন চলাকালে তাকে গণধোলাই দেওয়া হয়। সে মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করেছিল। কটুক্তিকারী হাফিজুর রহমান সদর উপজেলার সহগলপুর গ্রামের বাবলু রহমানের ছেলে।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে হামলার স্বপক্ষে কথা বলায় এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় চঞ্চল মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে চঞ্চলের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই বক্তারা। পুলিশ চঞ্চল মাহমুদ কে ইতিমধ্যে গ্রেফতার করলেও আদালতে সর্বোচ্চ বিচারের দাবি রাখেন বক্তারা।
মানববন্ধনের সময় সেখানে উপস্থিত হয়ে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করায় হাফিজুর রহমান নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দো করে স্থানীয় জনগণ ও অংশগ্রহণকারীরা।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ শহরের কাশারিবাজার এলাকায় গিয়ে গণধোলাই দেওয়া এক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।